বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অপরাজিতা-নারীর ক্ষমতায়ন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন: মেহেরপুরে খাঁন ফাউন্ডেশনের আয়োজনে অপরাজিতা-নারীর ক্ষমতায়ন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সদর উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার শাহ-মোমিন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুমানা আহমেদ, খাঁন ফাউন্ডেশনের প্রতিনিধি জাহাঙ্গির আলম, সাংবাদিক আবু লায়েছ লাবলু। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মহিলা কাউন্সিলার ও মহিলা ইউপি সদস্য সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।