আইন-আদালত

মেহেরপুরে অপহরণ মামলায় এক জনের ১৪ বছর কারাদন্ড

By মেহেরপুর নিউজ

February 15, 2017

মেহেরপুর নিউজ,১৫ ফেব্রুয়ারি: মেহেরপুরে একটি অপহরণ মামলায় আলামিন হোসেন (৩২) নামের এক ব্যাক্তির ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী আলামিন হোসেন সদর উপজেলার ধুসারপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে। মামলায় বাকী দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন-আলামিন হোসেনের মা রশিদা বেগম ও একই গ্রামের সাহাবুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৫ ফেব্রুয়ারী সদর উপজেলার ধুসারপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে আলামিন হোসেন দিঘিরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুমন (১২) কে ফুঁসলিয়ে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। ওই ঘটনার ৪দিন পর চোখ বাঁধা অবস্থায় সুমনকে পার্শবর্তি গোপালপুর গ্রামের ব্রিজের কাছে রেখে যায়। ওই ঘটনার দুই দিন পর সুমনের পিতা সাইফুল ইসলাম বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৭ ধারায় আলামিন সহ তিন জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্রচার্য এবং আসামী পক্ষে ইয়ারুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।