বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অপহৃত স্কুলছাত্র আতাউরকে ৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

By মেহেরপুর নিউজ

September 09, 2013

ফলোআপ

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার কয়েকটি বাহিনী প্রধানের মধ্যে কেউ জনতার হাতে আটক, কেউ ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত, কেউ বিভিন্ন মামলায় ভারতে পালিয়ে থাকার পরেও সন্ত্রাসী ঘটনা কমছে না। কৃষি নির্ভর মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ অপহরণ আর ডাকাতি আতংকে ভুগছে। কে কখন অহরণকারীদের শিকারে পরিণত হন তার নিশ্চয়তা নাই। সীমান্ত গ্রামগুলোর মানুষকে জানমাল আর মেয়েদের সম্ভ্রম রক্ষায়  অনেকটা বিনিদ্র রজনী পার করতে হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শুভরাজপুর। এই গ্রামের আধা কিলোমিটার দুরে ভারত সীমান্ত। ১৩২ মেইন পিলারের ওপারে ভারতের নদীয় জেলার রাউতবাড়ি গ্রাম। গত মঙ্গলবার মধ্যরাতে শুভরাজপুর গ্রামের স্কুল শিক্ষক আবদুল হালিমকে গুলি করে হত্যার পর তার ভাইয়ের নাতি চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র আতাউরকে দুবৃত্তরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবীতে অপহরণ করে নিয়ে যায়। গত ৫ দিনও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। তার ভাগ্যে কি হয়েছে সেটাও রয়ে গেছে অন্ধকারে। একদিকে চাচার মৃত্যু শোক অন্যদিকে আদরের সন্তান হারানোর হাহাকার বুকে আতাউরের মা ছামেনা খাতুনের এখন সবই শুন্যতা। তার পরেও তার আর এক সন্তানকে কোলে জড়িয়ে ভেংগে যাওয়া বুকটাকে শান্ত রাখার চেষ্টা করছে। এই পরিবারকে শান্তনা দেবে তার ভাষাও হারিয়ে ফেলেছে গ্রামবাসিরা। আতিউরের পিতা পাশ্ববর্তি কুতুবপুর গ্রামের আলিফ হোসেন থাকেন দক্ষিন আফ্রিকা। প্রবাসে থাকার কারনে সন্ত্রাসীরা বেশ কিছুদিন যাবৎ চাদা দাবী করে আসছে। এর প্রেক্ষিতে তার স্ত্রী তার বাবা শূভরাজপুর গ্রামে আব্দুস সামাদের বাড়িতে থাকতেন। তার পরেও রক্ষা করতে পারেনি তার সন্তানকে। এলাকাবাসিদের অভিযোগ বিএসএফের সহযোগিতায় সন্ত্রাসীরা নির্বিগ্নে অপহরন করে ভারতে নিয়ে যাচ্ছে। মুক্তিপনের টাকা দিলে পরে সন্ত্রাসীরা বিএসএফের মাধ্যমে ফিরিয়ে দেয়। গত ৫ বছরে এই গ্রাম থেকে আরো ৮ জনকে অপহরন করে নিয়ে গিয়েছিল্।  গোপনে মুক্তিপনের টাকা দিয়ে তাদের ফিরিয়ে এনেছে তাদের পরিবারের লোকজন।

এলাকাবাসিদের জোর দাবী এই গ্রামের সীমান্তে যদি একটি স্থায়ী ক্যাম্প নির্মান করার। এবিষয়ে বিজিবি কাথুলী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল খালেক জানান, শিশু অপহরনের সাথে বিএসএফ জড়িত আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। যদি আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো। এবং শুভরাজপুর গ্রামে একটি স্থায়ী ক্যাম্পের জন্য একটা জমি একওয়ার করা হয়েছে। আশা করছি অল্প কিছু দিনের ভিতরে সেখানে ক্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। তবে এঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -তদন্ত- তরিকুল ইসলাম আশাবাদি আতিয়ারকে জীবন্ত ফিরিয়ে আনবে।  সীমান্ত গ্রাম গুলোতে বিভিন্ন সোর্স মাধ্যমে খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।