নির্বাচন

মেহেরপুরে অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন :: অনিয়মের অভিযোগ বিএনপির

By মেহেরপুর নিউজ

December 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ ডিসেম্বর: মেহেরপুরের দুটি আসনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে বিএনপি প্রার্থীরা অভিযোগ করেছে, জেলার দুটি আসনের অধিকাংশ কেন্দ্রেই ভোটে অনিয়ম হয়েছে। বিএনপির কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। অন্যদিকে আওয়ামীলীগ প্রার্থীরা দাবি করছেন সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে সবাই ভোট দিতে পেরেছেন। মেহেরপুর শহরের বালক বিদ্যালয় কেন্দ্র, মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র, খন্দকারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, তাঁতীপাড়া দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় কোনটিতেও ধানের শীষ প্রার্থীর এজেন্ট ছিল না। বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসার জানান, বিএনপি প্রার্থীর এজেন্টরা পানি খাওয়া, চা খাওয়ার নাম করে কেন্দ্র থেকে বের হয়ে পরে আর আসেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক এজেন্ট জানান, নিরাপত্তার আশংকায় ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসেছি। বিএনপি প্রার্থী মাসুদ অরুন লিখিত অভিযোগে জানান, মেহেরপুর-১ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোটের অনিয়ম হয়েছে। তার এজেন্ট দের থাকতে দেওয়া হয়নি, ভোটারদের ব্যালট পেপার দেওয়া হয়নি, ভোট গ্রহনের আগেই বেশ কিছু ব্যালট পেপারে সিল মারা হয়েছে। এদিকে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন বলেন, আমি কোন সহিংসতায় বিশ্বাসী না। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। নেতাকর্মীদের বলেছি ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রগুলি পাহারা দিতে যাতে কোন নৈরাজ্যর সৃষ্টি না হয়।