আইন-আদালত

মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

September 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ সেপ্টেম্বর: সরকারী জমি খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অপরাধে আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বালু বহন করা ২টি ট্রাকটর জব্দ করে সদর থানায় নেয়া হয়েছে। দন্ডিত ব্যবসায়ী মালেক সদর উপজেলার বারাদি শিশিরপাড়ার চাঁদ আলীর ছেলে। সোমবার বিকাল ৩ টার দিকে মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান সদর উপজেলার চাঁদপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এ রায় দেন। জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ নুর এ আলম ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীনুজ্জামান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় মালেককে দোষী সাবাস্ত্য করে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, আব্দুল মালেককে আটক করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। আজকের মধ্যে জরিমানা পরিশোধ না করলে তাকে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।