আইন-আদালত

মেহেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ৫০হাজার টাকা জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

January 01, 2015

মেহেরপুর নিউজ ২৪ কম,০১ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া ছটাংগার মাঠ নামক সরকারী রাস্তা সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে বদরুজ্জামানের কাছে থেকে৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত বদরুজ্জামান পিরোজুপুর গ্রামের মুত ইয়াকুব আলীর ছেলে।বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহীনুজ্জামান বালু উত্তোলন স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীনুজ্জামান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০” এর ৪(খ) ধারার অপরাধে ও মোবাইল কোর্ট আইন, ২০০৯ – এর ৭(২) ধারায় আসামী মোঃ বদরুজ্জামানকে , দোষী সাব্যস্থ করে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫(১) ধারার বিধানমতে আসামীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে আসামী তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে অবমুক্ত করা হয়।