আইন-আদালত

মেহেরপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

January 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে অবৈধভাবে পুকুরে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২জন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম (২৭) ও গাড়াডোব গ্রামের দীন মেহাম্মদের ছেলে আনােয়ার হােসেন (২৬)।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-কালীতলাপাড়া ব্রিজ এলাকা ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান আজ রবিবার দুপুরে আমঝুিপ কালীতলাপাড়ার সড়কের পাশে ব্রিজ সংলগ্ন পুকুরের মাটি কাটছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ এর ৫ ধারা অনুযায়ী দু’জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়। আটকদ্বয় জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।