বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অর্থনৈতিক শুমারি রিপোর্ট প্রকাশনা উপলক্ষে সেমিনার

By মেহেরপুর নিউজ

December 27, 2016

মেহেরপুর নিউজ, ২৭ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ২০১৩ সালের অর্থনৈতিক শুমারি জেলা রিপোর্ট প্রকাশনা করা উফলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শেখ ফরিদ আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলীম, কর্মকর্তা আকলিমা খাতুন, জেলা আওয়ামলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম প্রমুখ।

সেমিনারে ২০১৩ সালের অর্থনৈতিক শুমারির জেলা রিপোর্ট সম্বলিত একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

রিপোর্টে গত এক দশকে প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৩.৬২ ভাগ বৃদ্ধি পেয়েছে। গ্রামীন অর্থনীতিতে বৃদ্ধি পেয়ে ৮১. ৪৪ ভাগে দাড়িয়েছে।

প্রতিষ্ঠান প্রধান হিসাব মহিলা প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে কর্মসংস্থান দ্বিগুণের বেশি ১৬৯.৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক খাত সমূহের মধ্যে সেবা খাতে নিয়োজিত প্রতিষ্ঠান পাইকারি, খুচরা ব্যাবসায়, মোটরযান, মোটর সাইকেল এবং রিকসা মেরামত খাত ২০ হাজার ৬শ ৭৫টি প্রতিষ্ঠান নিয়ে অপ্রতিদ্বন্ধীভাবে শীর্ষে রয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে ৫ লাখ টাকা পর্যন্ত চলতি স্থায়ী মূলধন সম্পন্ন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭ হাজার ৩শ ১৬টি। এছাড়াও প্রবাশী বাংলাদেশী কর্তৃক বিনিয়োগকৃত বৃদ্ধি পাচ্ছে। এক তৃতীয় অংশ বেশি প্রতিষ্ঠান রেজিষ্ট্রিকৃত।

সর্বপরি মেহেরপুর জেলায় ১৯৭১ সালের পূর্ববর্তী সময়ে ৫৭১টি প্রতিষ্ঠান, ১৯৭১-৮৯ পর্যন্ত ২ হাজার ৫২টি, ১৯৯০-৯৯ পর্যন্ত ৫ হাজার ৭শ ৬৫টি, ২০০০-০৯ সাল পর্যন্ত ২৪ হাজার ৫শ ৫৭টি এবং ২০০৯-১৩ সাল পর্যন্ত ৮ হাজার ৯শ ৩৫টি প্রতিষ্ঠান ব্যাবসা ও অন্যান্য অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।