মেহেরপুর নিউজ, ১৮ সেপ্টেম্বর: মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী সোনালী সেভিংস ক্রেডিট কো-অপারেটিভ লিঃ এ টাকা জমা রেখে টাকা আত্বসাত করার দায়ে পরিচালক হামিদুল ইসলামকে ২বছরের সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১মাসের কারাদন্ড দিয়েছেন।
মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট ১ম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হামিদুল গাংনী উপজেলার মটমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে গাংনী উপজেলার বামুন্দী হাটপাড়ার বাছের আলীর ছেলে আহসান আলী ২০১৩ সালের ১১নভেম্বর বামুন্দী সোনালী সেভিংস ক্রেডিট কো-অপারেটিভ লিঃ বামুন্দী শাখায় সোনালী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি অফিসে ২লক্ষ টাকা জমা রাখে। যা রশিদ নং ৭০৩। পরে টাকা তুলতে গেলে তাল বাহানা শুরু করে। ঘটনায় আহসান আলী বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে দঃবিঃ ৪০৬/৪২০/৫০৬ ধারার একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩১০/১৩। মামলার মোট ৩জন সাক্ষ প্রদান করে। এত আসামী হামিদুল ইসলাম দোষী প্রমানিত হওয়ায় আদালত তাকে ২বছরের সশ্রম কারাদন্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের জেল দেন। মামলার বাদী পক্ষে রফিকুর ইসলামএবং আসামী পক্ষে রমজান আলী কৌসুলী ছিলেন।