বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

April 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ এপ্রিল: মেহেরপুরের গাংনী থেকে অস্ত্র ও গুলিসহ ঝন্টু ফকির (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একাধিক থানায় অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। রবিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার হেমায়েতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ। এসময় ঝন্টুর কাছ থেকে একটি এলজি শার্টার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী ঝন্টু ফকির কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ জানান, কয়েক মাস আগে গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামে কামাল হোসেন নামের এক ব্যাক্তিকে গুলি করতে গিয়ে গ্রেপ্তার হন একই গ্রামের সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন সে সময় পুলিশের কাছে স্বীকারোক্তী দেয় অস্ত্র ব্যবসায়ী ঝন্টু ফকিরের কাছ থেকে সেই অস্ত্র কিনেছিলেন তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অস্ত্র ব্যবসায়ী ঝন্টু ফকির হেমায়েতপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১ টি এলজি শার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ঝন্টু ফকির এলাকার চিহিৃত অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর, কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও গাংনী থানায় অস্ত্র আইনে সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরের তিন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো ৩৩ আসামিকে আটক করেছে।