বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অস্ত্র ও গুলি সহ আন্ত:ডাকাতদলের ৩ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী

By মেহেরপুর নিউজ

March 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: মেহেরপুর জেলার গাড়াডোব-খোকসা গ্রামের মাঝামাঝি সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ১টি ওয়ান সুটার গান,১ রাউন্ড গুলি এবং ১ টি মোবাইল ফোন সহ আন্ত:ডাকাতদলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন,সদর উপজেলার খোকসা শেখপাড়ার আলিমুর্দ্দিনের ছেলে বোমাবাজি,ডাকাতি সহ ৫টি মামলার আসামী মমিন হুজুর,একই গ্রামের ফজলু শেখের ছেলে ২ টি মামলার আসামী সাদেকুর রহমান এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের অস্ত্র,ডাকাতি,বোমাবাজি সহ ৪ টি

মামলার আসামী নুর মোহাম্মদের ছেলে আব্দুস সালাম। তাদের বিরুদ্ধে গাংনী থানায় পৃথক পৃথক মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। র‌্যাব কমান্ডার লে.সাজ্জাদ রায়হান জানান,আটক হওয়ার ব্যক্তিরা আন্ত:ডাকাতদলের অন্যতম সদস্য। তাদের বিরুদ্ধে মেহেরপুর ৩ থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাব ও পুলিশ জানায়,বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা গাড়াডোব-খোকসা গ্রামে অভিযান চালায়। যৌথ বাহিনীর সদস্যরা দু’গ্রামের মাঝামাঝি সড়কের পাশের একটি বাগানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি সহ ৩ ডাকাত সদস্যকে হাতেনাতে আটক করে গাংনী র‌্যাব ক্যাম্পে নিয়ে আসে। র‌্যাবের পক্ষে নেতৃত্বদেন র‌্যাব কমান্ডার লে.সাজ্জাদ রায়হান এবং পুলিশের পক্ষে নেতৃত্বদেন গাংনী থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা বলেন,আটককৃত কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে নতুন গ্রুপ তৈরী করে এলাকায় ডাকাতি শুরু করেছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।