আইন-আদালত

মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় এক ব্যক্তির ১৪ বছর কারাদন্ড

By মেহেরপুর নিউজ

October 23, 2017

মেহেরপুর নিউজ, ২৩ অক্টোবর: মেহেরপুরে অস্ত্র ও বিষ্ফোরক মামলায় আলিম উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত আলিম উদ্দিন সদর উপজেলার পিরোজপুর গ্রামের রাফিল উদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৯ জুন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সাহা তাকে আটক করে। পরে তার বসত বাড়ি তল্লাশি করে ১টি পিস্তল, ৫টি বোমা, ১ রাউন্ড গুলি, ২টি চাকু উদ্ধার করে। ওই দিন মেহেরপুর সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আলিম উদ্দিনের বিরুদ্ধে ওই আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তম আলী এবং আসামি পক্ষে আসাদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।