আইন-আদালত

মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছর জেল

By মেহেরপুর নিউজ

April 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ এপ্রিল : মেহেরপুরে একটি অস্ত্র মামলায় আবদুল্লাহ নামের এক ব্যক্তির ১০ বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতেরবিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত আবদুল্লাহ গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ফিরতাজুল মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের এস আই দেবাশিষ বড়–য়া নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুট্যারগানসহ আবদুল্লাহ গ্রেপ্তার করে। ওই দিনই গাংনী থানার তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোহপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৮ জন সাক্ষী প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এম এম রুস্তম আলী ও আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন। এদিকে একই দিনে পুলিশ ফেন্সিডিল রাখায় দায়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাড়িবাঁকা গ্রামের সোহেল রানাকে আটক করেছে। সদর থানার এস আই আহসান তাকে আটক করে।