আইন-আদালত

মেহেরপুরে অস্ত্র মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 21, 2015

মেহেরপুর নিউজ,২১ সেপ্টেম্বর: মেহেরপুরে একটি অস্ত্র মামলায় মো: সোহেল (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে মেহেরপুর দায়রা জজ আদালত ও স্পেশাল ট্রাইব্যুানাল-১ এর বিচারক মো: রবিউল হাসান এক জনাকীর্ন আদালতে এ রায় দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সোহেল সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাহার আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৬ জুন মেহেরপুর সদর থানার এ এস আই আব্দুল হক উপজেলার নুরপুর এলাকায় অভিযানে থাকাকালীন সময় একটি ইজি বাইকে থেকে সোহেলকে সন্দেহাতীতভাবে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি এলজি শার্টার গান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-১৬, জি আর নং-১৬২/১৪, স্পেশাল ট্রাইব্যুানাল কেস নং-১২১/১৪। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেণ। মামলায় ৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। এতে আসামী সোহেল দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষে এস এম ইব্রাহিম শাহিন কৌসুলীর দায়িত্ব পালন করেণ।