বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অস্বচ্ছল সংস্কৃতিসেবিদের মাঝে কল্যাণ ভাতা বিতরণ

By Meherpur News

June 30, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্বচ্ছল সংস্কৃতিসেবিদের মাঝে মাসিক কল্যাণ ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে উপকারভোগীদের মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলায় মোট ৩৫ জন সংস্কৃতিসেবিকে ৭ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা সংস্কৃতিসেবিদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।