বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

By Meherpur News

July 17, 2025

মেহেরপুর নিউজ:

অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মেহেরপুর জেলা যুবদল।

বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর নেতৃত্বে মেহেরপুর পৌর এলাকার পাথর গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী। তিনি সরকারের ব্যর্থতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গণতান্ত্রিক অধিকার হরণে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোশাররফ তপু, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম এবং সদস্য মেহেদী হাসান রোলেক্স প্রমুখ।