বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আইন শৃঙ্খলাসহ বিভিন্ন কমিটির মাসিক সভা

By মেহেরপুর নিউজ

September 09, 2018

মেহেরপুর নিউজ,০৯ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মেহেরপুররে কারাবন্দী শিশু- কিশোরদের মুক্তির বিষয়ে টাস্কর্ফোস, মাদক পাচার ও মানবিক উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পৃথক পৃথক ভাবে এসকল সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন জিকে এম সামসুজ্জামান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আনছার কমান্ডার আব্দুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।