মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিপক্ষে শহরে হরতাল বিরোধী মটর সাইকেল র্যালী করেছে মেহেরপুর জেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এমপি জয়নাল আবেদীনের কার্ষালয়ের সামনে থেকে শতাধীক মটরসাইকেল নিয়ে একটি হরতাল বিরোধী র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিন শেষে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। র্যালীতে সংসদ সদস্য সকল দোকানপাট খোলা রাখার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহবান জানান। উল্লেখ্য,জামায়াতের সিনিয়র নায়েবে আমীর একএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে সকাল -সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।