মেহেরপুর নিউজ,১৮ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নুর সাথে পৃথক পৃথক মতবিনিময় করেছেন জেলা যুবলীগের নবাগত আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান । শুক্রবার তারা দিনব্যাপী এ সকল নেতাদের সাথে মতবিনিময়ে অংশ নেন। এ সময় তারা ফুলের তোড়া দিয়ে সকল নেতাকে শুভেচ্ছা জানান। নেতারাও তাদের ফুলের তোড়া দিয়ে ¯^াগত জানান। এ সময় অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা মোহন, আতিক স্বপন, ডালিম, সুমন প্রমুখ তাদের সাথে ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সাথে তারা মতবিনিময় করেণ।