নির্বাচন

মেহেরপুরে আগামী ৩১ মে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নির্বাচন

By Meherpur News

May 13, 2025

মেহেরপুর নিউজ:

আগামী ৩১ মে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬ টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ২জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স চামেলী ইয়াসমিন এবং স্টাফ নার্স খোদেজা খাতুন, সাধারণ সম্পাদক পদে সিনিয়র স্টাফ নার্স তুষার বিশ্বাস ও সিনিয়র স্টাফ নার্স নাজমিন নাহার, কোষাধক্ষ্য পদে সিনিয়র স্টাফ নার্স দেলোয়ার হোসেন এবং সিনিয়র স্টাফ নার্স ওয়াজেদ আলী, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি পদে নার্সিং সুপারভাইজার বেলায়াতুল নেছা ও নার্সিং সুপারভাইজার আমেনা খাতুন প্রতিদ্বন্দিতা করছেন।

এদিকে নির্বাচনে সহ-সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স আসাদুল হক এবং ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি পদে স্টাফ নার্স কুলসুম আরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।