জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে আটক তিন ইরানি নাগরিক কারাগারে

By মেহেরপুর নিউজ

April 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ এপ্রিল: প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আটক তিন ইরানি নাগরীককে মেহেরপুর জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে গাংনী থানা পুলিশ তাদেরকে বিশেষ নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মহিদুজ্জামানের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দন্ডিত ইরানি নাগরিকরা হলেন আমির হোসেন, ভয়িস আলী ও নাদের আহমেদ। এর আগে মঙ্গলবার বিকালে ইরানি নাগরিক আমির হোসেন, ভয়িস আলী ও নাদের আহমেদ একটি প্রাইভেট কার যোগে (যার নং ঢাকা মেট্রা ট- ২১-৫৪৫৩) গাংনী থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে জোড়পুকুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে সাইড দিতে গেলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তারা তিনজন সামান্য আহত হয়। স্খানীয়রা তাদের উদ্ধার করে খোঁজখবর নিতে গেলে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ওই তিন ইরানি নাগরিককে পুলিশের হাতে তুলে দেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গাংনী বাজারের মোটর সাইকেল ম্যাকানিক্স শাহজামালের কাছে মঙ্গলবার বিকেলে ওই বিদেশীরা এক হাজার টাকার নোট ভাঙ্গানোর কথা বলে তার নাকের কাছে কোন সুগন্ধি শোকানোর চেষ্টা করলে তিনি প্রতিবাদ করেন। এসময় বিদেশীরা জোর পূর্বক ক্যাশ বাক্স থেকে টাকা নিতে গেলে তিনি চিৎকার দেন। এসময় স্থানীয় লোকজন বিদেশীদের ধাওয়া করেন। বিদেশীরা জোরে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জোড়পুকুরিয়া নামক স্থানে রাস্তার পাশে একটা গর্তে উল্টে পড়ে আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে ধরে পুলিশে দেয়। এব্যাপারে শাগজামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই তিন বিদেশীকে গ্রেফতার দেখানো হয়েছে । ওসি আরো জানান, ইতিপূর্বে মেহেরপুরের কয়েকটি জায়গায় বিদেশীরা টাকা ভাঙ্গানোর কথা বলে কৌশলে অজ্ঞান করে টাকা পয়সা লুট করে। সম্প্রতি গাংনী বাজারের চাল ব্যবসায়ী লাভলুর কাছ থেকেও প্রতারণা করে ৩১ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে কয়েকজন বিদেশী। এছাড়া মেহেরপুর অয়ন ফিলিং ষ্টেশন থেকেও কয়েকজন বিদেশী প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন। এদের মধ্যে একজন ওই ঘটনার সাথে ছিল বলে সনাক্ত করেছেন চাল ব্যবসায়ী লাভলু।