বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আদমশুমারী ও গৃহগননা-২০১১ ‘র ফলাফল ঘোষনা।। জেলার মোট জনসংখ্যা ৬ লক্ষ ৮১ হাজার ৩ শত ৩২ জন

By মেহেরপুর নিউজ

July 16, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ঘোষনার সাথে সাথে সারা দেশের ন্যায় মেহেরপুরেও আদমশুমারী ও গৃহগননা ২০১১ এর ফলাফল ঘোষনা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন তার সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় জেলার আদমশুমারী ও গৃহগননা ২০১১ এর  ফলাফল ঘেষনা করেন। জেলা প্রশাসক জানান, আদমশুমারী ও গৃহগননা-২০১১ এর ফলাফল অনুযায়ী মেহেরপুর জেলার মোট জনসংখ্যা হচ্ছে ৬ লক্ষ ৮১ হাজার ৩’শ ৩২জন।এর মধ্যে পুরুষ ৩ লক্ষ ২৭ হাজার ৪’শ ৯০জন এবং মহিলা হচ্ছেন৩ লক্ষ ৪৩ হাজার ৮ ’শ ৪২ জন। পুরুষ ও মহিলা জনসংখ্যার আনুপাতিক হার হচ্ছে ১০০ : ১০০.৮৯ । ২০০১ সালের আদমশুমারীতে মেহেরপুর জেলার জনসংখ্যা পরিমান ছিলো  ৬ লক্ষ ১৮ হাজার ৪ ’শ ৫৪ জন। আদমশুমারীর ফলাফল অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধিও হার ১ দশমিক শুন্য দুই ভাগ এবং শিক্ষার হার গত শুমারীর তুলনায় ৩৭.৮ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ৪৬.৩ ভাগে দাঁড়িয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।