এক ঝলক

মেহেরপুরে আন্ত:জেলা ও দুরপাল্লার বাস চলাচল শুরু।। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

By Enayet Akram

June 01, 2020

মেহেরপুর নিউজ,০১ জুন: দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে মেহেরপুরে আন্ত:জেলা ও দুরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।

আজ ০১ জুন সোমবার সকাল থেকে মেহেরপুর ঢাকা কাউন্টার থেকে দুরপাল্লার ও জেলা বাস টার্মিনাল থেকে আন্ত:জেলা বাস ছেড়ে যায়।

মেহেরপুর জে আর পরিবহনের মেহেরপুর কাউন্টার মাস্টার আনোয়ার জানান, স্বাস্থ্যবিধি মেনে ভোর ৪টায় (ননএসি) ও সকাল পৌনে ৭টায় (এসি) দুটি বাস চাহিদা মোতাবেক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। তিনি বলেন, যাত্রী বসার ক্ষেত্রে শতভাগ সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। তবে, সরকারি গাড়ি বিআরটিসিতে যাত্রী বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছেনা।

অন্যদিকে, জেলা বাস টার্মিনাল থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উদ্দেশ্য বেশ কয়েকটি গাড়ি ছেড়ে গেছে। স্বাস্থ্যবিধি  মানা হচ্ছেনা বলে বেশ কয়েকজন আন্ত:জেলা বাসযাত্রী মেহেরপুর নিউজকে জানিয়েছেন।

মালিক সমিতি বলছেন, আমাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে।

আমাদের গাংনী প্রতিনিধি জানায়, গাংনী থেকে সকাল সোয় ৮টায় শ্যামলী পরিবহনের প্রথম গাড়ি ঢাকার উদ্দেশ্য  ছেড়ে যাবে। যাত্রীরা কাউন্টারে আসা শুরু করেছেন। তিনি জানান, ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনেই এসব গাড়ি ছেড়ে যাবে বলে কাউন্টার থেকে তাকে নিশ্চিত করা হয়েছে।