বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্ত:জেলা বাসমালিক সমিতির সাধারন সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

May 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মে: মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি,মেহেরপুর চেম্বার অব কমার্স ও ইন্ডাষ্ট্রিজ এর সধারন সম্পাদক এবং মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতি সাধারন সম্পাদক গোলাম রসুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ডাকা মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনার সাথে জড়িত ইছাহক নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করায় মালিক সমিতির পক্ষ থেকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরিন রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার স›দ্ধ্যা সাড়ে ৭ টা থেকে মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবিাস মালিক সমিতি’র ডাকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে তাঁর কেনা আমবাগান থেকে কে বা কারা আম পাড়ছে এ সংবাদে দলবল নিয়ে ঘটনাস্থলে যায়। জমির প্রকৃত মাল্লিক দাবীদার একই গ্রামে জামাত ও বগা মোল্লার লোকজন আম পাড়ার সময় গোলাম রসুল ও তার লোকজন বাঁধা দেয়ার চেষ্টা করে। এসময় উভয়ের মধ্যে কিছুটা বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ভবের পাড়া গ্রামের মেম্বার বগা’র ওপর গোলামের লোকজন চড়াও হয় এবং তাকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে গ্রামের লোকজনের রোষানলে পড়ে। এসময় বাগানের দাবীদার জামাত মোল্লার লোকজন ও এলাকাবাসীরা একত্রিত হয়ে গোলাম রসুলকে বেধড়ক লাঠিপেটা করে। এসময় গোলাম রসুল মারাত্নক জখম হলে সঙ্গীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর রমেশ ক্লিনিকে ভর্তি করে।