অন্যান্য

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৪ পালিত

By মেহেরপুর নিউজ

September 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ সেপ্টেম্বর: মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে শিল্পকলা একাডেমী মোড় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. আখতারুজ্জামান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, ডিআইও ওয়ান আব্দুল লতিফ,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শশাংক কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মেছবাহুল হক, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ গহ্রন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।