অন্যান্য

মেহেরপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৪ উপলক্ষে র‌্যালী

By মেহেরপুর নিউজ

October 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর: “জীবনব্যাপী সক্ষমতা” এই শ্লোগানে মেহেরপুরে পালিত হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৪। সোমবার সকাল ৯টার সময় দিবসটি উপলক্ষে উপলক্ষে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‌্যালীটি মেহেরপুর শিল্পকলা একাডেমী মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা: ইসমাইল ফারুক সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।