অন্যান্য

মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর,জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে র‌্যালী, আলোচনাসভা আলোকচিত্র প্রদর্শনি ও মেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালী বের হয়ে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেস হয়। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে  জেলা মহিলা বিষযক কর্মকর্তা একে এম শফিউল আযম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী,সদর উপজেলা মহিলা ভিইস চেয়ারম্যান রোমানা আহমেদ,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম,সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের  কর্মকর্তা ,কর্মচারী, ও বিভিন্ন সংগঠনের নারী কর্মীরা র‌্যালীতে অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি মরিয়ম খাতুন, আকলিমা খাতুন, রাজিয়া সুলতানা প্রমুখ। এদিকে নারী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে দিনব্যাপী মেলার ‍উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেলার উদ্বোধন করেন এবং মেলার ষ্টল পরিদর্শন করেন।