অন্যান্য

মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন

By মেহেরপুর নিউজ

August 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগষ্ট: “যুব সমাজের মানসিক স্বাস্থ্য বিকাশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস -২০১৪ উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে  গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শশাংক কুমার ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হক মালিক, সহকারী পরিচালক ফিরোজ আহমেদ সহ এনজিও প্রতিনিধি ও যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শশাংক কুমার,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হক মালিক। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, খান ফাউন্ডেশনের ফিল্ড-কো অর্ডিনেটর রেহেনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।