বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালিত

By মেহেরপুর নিউজ

August 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ পালন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের মিয়া, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক মোঃ জিহাদ হোসেন,রিফাত আফরিন প্রমুখ। পরে সেখানে যুব উন্নয়ন অধিদপ্তরের ৩০ প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লক্ষ ৪ হাজার টাকা ভাতা বিতরণ করা হয়।