বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 08, 2018

মেহেরপুর নিউজ, ০৮ সেপ্টেম্বর: `সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’, এই শ্লোগানে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথ ভাবে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আশকার আলী। আলোচনা সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এবং মুজিবনগর ও গাংনী উপজেলায় সাক্ষরতা প্রকল্পের নিরক্ষর শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন শুধু স্বাক্ষর দিতে পারলেই হবেনা। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই সাক্ষরতা জ্ঞান হবে। মৌলিক শিক্ষা কর্মসুচির (৬৪ জেলা) মুজিবনগর ও গাংনী উপজেলা থেকে আগত নিরক্ষর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখা পড়া না জানা মানে অন্ধ হয়ে থাকা। আপনারা যারা এই প্রকল্পের শিক্ষার্থী তারা সবাই নিজ নিজ কেন্দ্রে আসবেন এবং অন্যদের শিক্ষা কেন্দ্রে আসার জন্য বলবেন।