বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

By মেহেরপুর নিউজ

September 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: আগামী ৮ সেপ্টেম্বর আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে স্বাক্ষরতা দিবস পালনের প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হোসেন আলী খন্দকার- এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, মুজিব নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সেভ দ্যা চিলড্রেন-এর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন, মেহেরপুর প্রাণী সম্পদ কর্মকর্তা  কিশোর কুমার কুন্ডু, সুবাহ’র নির্বাহী পরিচালক মঈন-উল-আলম, মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক সেকেন্দার আলী, বিএম মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, জিনিয়াস ল্যাবঃ স্কুল এন্ড কলেজের শিক্ষক মজিবুর রহমান,শহীদ ক্যাপটেন দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন শাহানাজ, নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা খাতুন প্রমুখ।সভায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস সফল ভাবে পালন করতে এবং এলাকার জনসাধারনকে সচেতন করতে বক্তারা  তাদের অভিমত তুলে ধরেন।