ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে আমে কার্বাইড মিশানোর দায়ে বাগান মালিকের ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ মন আম বিনষ্ট

By মেহেরপুর নিউজ

May 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে: মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আমে কার্বাইড মিশানো ওক্ষতিকারক ঔষধ স্প্রে করার দায়ে শাহিনুল নামে  এক বাগান মালিকের ২০ হাজার টাকা জরিমানা ও বিষাক্ত ৫০ মন আম বিনষ্ট করেছে। র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্পের কমান্ডিং অফিসার সাজ্জাদ রায়হান জানান, মেহেরপুর-চুয়াডাংগা সড়কের বিএটিবি’র পাশে একটা আম বাগানে বাগানের মালিক শাহিন তার গাছের আম পেড়ে ক্ষতিকারক কার্বাইড ও ঔষধ স্প্রে করছিল। এসময় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরা হয়। পরে ভ্রাম্যমান আদালতকে খবর দিলে ভ্রম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার শারমিন আক্তার বাগান মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিকারক ঔষধ স্পে করা ৫০ মন আম বিনষ্ট করার আদেশ দেন।