বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আর্সেনিকের ভয়াবহতা রোধে কর্মশালা

By মেহেরপুর নিউজ

July 26, 2017

মেহেরপুর নিউজ, ২৬ জুলাই: মেহেরপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্বাস্থ্য সুরক্ষায় আর্সেনিকের ভয়াবহতা রোধে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহামেদ বিজনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবীর ভ’ঞা, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, জাইকার প্রতিনিধি খুরশিদা আখতার প্রমুখ।