বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আলগামনের ধাক্কায় শিশুর মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 17, 2023

মেহেরপুর নিউজঃ

আলগামনের চাকার নিচে পড়ে সাইফ আলী (৫) নামের প্রথম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ আলী গোভীপুর ধাপাড়ী পাড়ার স্বাধীন মিয়া একমাত্র ছেলে।

জানা গেছে ঘটনার সময় সাইফ আলি টিফিনের ছুটিতে তার এক বন্ধুকে নিয়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একই এলাকার আশানুর আলগামন চালিয়ে মেহেরপুর এদিকে আসছিলেন। এ সময় ঘটনাস্থলে সাইকেল চালক সাইফের পিছনে বসা সুজনের ছেলে আলি পিছন থেকে লাফ দেয়। এ সময় সাইফ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত আলগামনের চাকার নিচে পড়ে যায়।ঘটনাস্থলে সাইফের মৃত্যু হয়। এদিকে স্বাধীনের একমাত্র পুত্র সাইফের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয়রা আলগামন চালক আসানুরকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।