ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরে আশা’র সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী শুরু

By মেহেরপুর নিউজ

April 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল: বেসরকারী এনজিও সংস্থা আশা মেহেরপুর জেলায় সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী শুর করেছে। আজ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মেহেরপুর জেলার ৩ উপজেলায় ১৯ টি কার্যালয়ের সদস্যদের নিয়ে এ কর্মসূচী চলবে বলে জানা গেছে। ‘আশা’র উজলপুর ব্রাঞ্চের শিমুল মহিলা সমিতি অয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুল মহিলা সমিতির দলপতি মমতাজ বেগম। কর্মসূচীর উদ্বোধন করেন আশার মেহেরপুর জেলা ব্যাস্থাপক শেখ আলাউদ্দিন।এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সম্মত পায়খানা  ব্যাবহারই স্বাস্থ্য সম্মত জীবন, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও তারপরে সাবান দিয়ে হাত ধূয়ে ফেলতে হবে। তিনি আরো বলেন, পায়খানায় মশা মাছি, পোকামাকড় প্রবেশ করতে পারে না এই ধরনের পায়খানা ব্যবহার করলে রোগ জিবানু ছড়ানোর কোন সুযোগ থাকবেনা। আমাদেরকে রোগ জিবানুর হাত থেকে বাঁচতে হলে আগে চাই সাস্থ্য সম্মত পায়খানা এবং এর সঠিক ব্যাবহার। এ সময় আরও  বক্তব্য রাখেন ‘আশার উজলপুর  ব্রাঞ্চ ম্যানেজার জামিরুল ইসলাম, লোন অফিসার মোঃ জিয়াউর রহমান প্রমুখ।