বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আসামীকে আঘাত করে মাথা ফাটানোর অভিযোগ

By মেহেরপুর নিউজ

January 22, 2017

মেহেরপুর নিউজ, ২২ জানুয়ারি: মেহেরপুর কোর্ট হাজতে খাদেমুল নামের এক আসামীকে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনষ্টেবলের বিরুদ্ধে। রবিবার দুপুরের এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে তাকে ধুমপান করতে নিষেধ করায় উত্তেজিত হয়ে নিজেই গ্রিলের সাথে ধাক্কা লাগিয়ে মাথা ফাটিয়েছে। খাদেমুলের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, দুই বছর আগে পুলিশ তার খাদেমুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে সদর উপজেলার আশরাফপুরে নিয়ে গিয়ে হাতে বোমা দিয়ে মিথ্যা মামলায় আটক করে। সেই মামলায় আজ আদালতে হাজিরা দেয়ার দিন ছিল।

জানা গেছে, আদালতে হাজিরর কারণে কারাগার থেকে তাকে কোট হাজতে নিয়ে আসে পুলিশ। কোট হাজতে থাকার সময় সে ধুমপান (সিগারেট) করতে চাইলে পুলিশ তাকে নিষেধ করে। এসময় সে উত্তেজিত হয়ে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় পুলিশ কনষ্টেবল নাজমুল হোসেনের ধাক্কায় খাদেমুল গ্রিলের সাথে ধাক্কা খায়। এতে তার মাথা ফেটে যায়। তবে খাদেমুলের স্ত্রী মর্জিনা খাতুন অভিযোগ করে বলেন, তার সমানেই এক পুলিশ তার স্বামীর মাথায় আঘাত করে ফাটিয়ে দিয়েছে। এদিকে এ ঘটনায় পুলিশ সদস্য মনির হোসেন জানান, তাকে ধুমপান করতে না দেওয়ায় সে নিজে নিজেই গ্রিলের সাথে ধাক্কা লাগিয়ে মাথা ফাটিয়েছে।