বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় যুবক আহত

By মেহেরপুর নিউজ

July 20, 2021

মেহেরপুর নিউজ:

ইজিবাইকের ধাক্কায় মোবারক হোসেন নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী রেফার্ড করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোবারক হোসেন বামনপাড়া দাস পাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।

জানাগেছে মোবারক হোসেন রাস্তা পার হওয়ার সময় বিপরীতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা মারে, এসময় মোবারক মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী রেফার্ড করা হয়।