বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইক উল্টে দুর্ঘটনায় দুজন আহত

By মেহেরপুর নিউজ

May 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ মে: মেহেরপুর শহরের যাদবপুর ব্রীজ সংলগ্ম এলাকায় ইজিবাইক উল্টে চালক সহ দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চালক বুড়িপোতা গ্রামের চমৎকার আলীর ছেলে মফিজুল ইসলাম এবং অপরজন ইজিবাইকে যাত্রী। তাঁর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার সময় চালক নিয়ন্ত্রন হারালে যাদবপুর ব্রীজ সংলগ্ম এলাকায় ইজিবাউকটি উল্টে যায়। এতে চালকসহ দুজন আহত হয়েছে। এদের মধ্যে চালকের অবস্থা গুরতর ।