আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মার্চ: মেহেরপুর জেলা বাস মালিক সমিতি ও মেহেরপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির মাঝে দু’মাস আগে হওয়া সমঝোতা চুক্তি ভঙ্গ করে আজ সোমবার সকাল মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কর্মকর্তারা মুজিবনগর ও মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচল বন্দ্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ সহ বাস চলাচল বন্দ্ধ করে দেয় ইজিবাইক চালকরা। এক ঘন্টা সড়ক অবরোধের পর অবরোধ প্রত্যাহার করে নেয় ইজিবাইক চালকরা। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে। বিষয়টি সুরাহার জন্য উভয় পক্ষকে নিয়ে থানায় ডাকা হয়েছে। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। জানা যায়,আজ সোমবার সকাল থেকে আকস্মিকভাবে বাসমালিক সমিতির পেটুয়া বাহিনীর সদস্যরা কোর্ট মোড় সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মুজিবনগর ও মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচল বন্দ্ধ করে দেয়। এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ইজিবাইক চালকরা শহরে চুলকানির মোড়ে একত্রিত হয়ে সড়ক অবরোধ শুরু করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান,প্রশাসনের সহযোগীতায় দু’মাস আগে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি আধাঘন্টা পরপর মুজিবনগর ও মহাজনপুর সড়কে ৩ টি ইজিবাইক চলাচল করবে। সে অনুযায়ী চলাচল করছিল। আজ হঠাৎ করে মেহেরপুর জেলা বাসমালিক সমিতির কর্মকর্তারা তাদের লোকজনকে লাঠিসোটা দিয়ে পাঠিয়ে ইজিবাইক চলাচল বন্দ্ধ করে দেয়। মেহেরপুর সদর থানার ওসি’র আমন্ত্রনে মেহেরপুর সদর থানায় নেতৃবৃন্দ সহ অবস্থান করছি। উভয় পক্ষ আসলে বৈঠক শুরু হবে। আমি আমার লোকজনকে অবরোধ উঠিয়ে নিয়ে বাধাগ্রস্ত সড়ক গুলিতে ইজিবাইক চলাচল করার জন্য নির্দেশ দিয়েছি। এখন পর্যন্ত কোন বাঁধা আসেনি। বাঁধা আসলে আবার আন্দোলন।