বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইক থেকে পড়ে বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

July 06, 2023

মেহেরপুর নিউজ:

ইজিবাইক থেকে পড়ে সুফল (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুফল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি জোয়ারদার পাড়ার বাসিন্দা।বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় সুফল আলী ইজিবাইক যোগে মেহেরপুর থেকে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি ইজি বাইকের মধ্যে ঘুমিয়ে পড়েন। ইজিবাইকটি মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশন অতিক্রম করার সময় তিনি ঘুমন্ত অবস্থায় নিচে পড়ে ছিটকে পড়েন। এ সময় তিনি আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।