বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইটভাটায় মোবাইল কোর্ট: ২ লক্ষ টাকা জরিমানা আদায়

By Meherpur News

January 14, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার মালিকের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা মোবাইল কোর্টটি পরিচালনা করেন।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার ফতেপুর এলাকায় অবস্থিত এইচবি ব্রিকস নামক ইটভাটায় ফিক্সড চিমনি স্থাপন ও জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে ইটভাটার মালিক মোঃ ইয়াসিনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।