বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইফতার সামগ্রীর মূল্য চড়া

By মেহেরপুর নিউজ

May 19, 2018

মেহেরপুর নিউজ, ১৯ মে: রমজান মাসের শুরুতেই ইফতার সামগ্রীর মূল্য বেশি। ক্রেতাদের নাবিশ্বাস উপক্রম হয়েছে। রোজার প্রথম দিন থেকেই মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কের পার্শ্ব, সহ শহরের পাড়া মহল্লাই, রাস্তার পার্শ্বে ইফতার সামগ্রীর অস্থায়ী দোকান খুলে ইফতার সামগ্রী বিক্রি করতে দেখে গেছে। কোন কোন এলাকায় ইফতার কিনতে ক্রেতাদের ভীড় দেখা গেলেও অনেক স্থানে ক্রেতা শূণ্য দেখা গেছে।

এদিকে ইফতার সামগ্রীতে অধিক দামে বিক্রি করতে দেখা গেছে। বাজারে মোটা পিঁয়াজ ২০ টাকা, বেশি পিঁয়াজের ক্ষেত্রে ৪০ টাকা দরে বিক্রি হলেও পিঁয়াজুর ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থা। কেননা পিঁয়াজু ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর চপ ছোট আকারের ৩ টাকা, বড় গুলো ৫ টাকা পিচ, ছোলা ১শ টাকা, বেগুনি ১শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে মেহের সাগর কলা ১২ টাকা থেকে ২০ টাকা হালি দাম হাঁকা হচ্ছে। অপর দিকে এবার রোজার শুরুতেই বাজারে বিপুল পরিমান খেজুর আমদানী হলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। খোলা খেঁজুর ১৫০ টাকা কেজি, প্যাকেট জাত করা খেঁজুর একেক জাতের খেজুর একেক দাম হাকানো হচ্ছে। মুড়ি কোম্পানি অনুযায়ী আধা কেজি প্যাকেট ৩৫ থেকে ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় জেলা বাজার মনিটরিং কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষন এসোসিয়েশনের প্রতি বিষয়টি নজরে আনার দাবি জানিয়েছে রোযাদাররা।