টপ নিউজ

মেহেরপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত

By মেহেরপুর নিউজ

September 19, 2019

নিজস্ব প্রতিনিধি: ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও বারাদীর মাঝামাঝি এআরবি কলেজের পিয়ন মাহাবুল হক ।

বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে মাহাবুলের উপর হামলা চালিয়ে আহত করে ইভটিজিংরা।

জানাগেছে এআরবি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র সদর উপজেলার বর্ষিবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আরজ আলী গত বুধবার একাদশ শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করে।

ঐ সময় কলেজের পিয়ন আমঝুপি গ্রামের আঃ গফুরের ছেলে মাহাবুল হক এর প্রতিবাদ করে। আজ বৃহস্পতিবার সকালে মুহাবুল হক কলেজ ক্যাম্পাশে জাতীয় পতাকা টাঙ্গানোর সময় আরজ আলীর নেতৃত্বে ৮-১০ জনের একদল যুবক মাহাবুলের উপর হামলা চালায়।

হামলাকারীরা ছুরি, রড় ও চেন দিয়ে মাহাবুরের শরীরের বিভিন্ন স্থানে আঘত করে। তারপর হামলাকারীরা নির্বিনে কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।

পরে কলেজের শিক্ষকরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আরজ আলীসহ নতুন দরবেশ পুর গ্রামের মিয়ারুল এর ছেলে বিশ্বাস, রাজনগর গ্রামের আঃ মতিনের ছেলে পিয়াল সহ ৮-১০ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় মামলা করে।