বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইয়াবাসহ তিনজন আটক

By Meherpur News

July 21, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আমঝুপি গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে হামিম হোসেন (৪৫), মৃত কিনু শেখের ছেলে মামুন রেজা (৪০) এবং আশরাফুজ্জামানের ছেলে আল ইমতিয়াজ নাহিদ (৩২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, হামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যদিকে মামুন রেজা ও আল ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।