বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সদস্য বুলবুল হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

By Meherpur News

July 18, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম মোহাম্মদ বুলবুল হোসেনের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, জালাল উদ্দিন মনিরুল ইসলাম আনোয়ার হোসেন প্রমুখ।

পরে সেখানে বুলবুল হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।