রাজনীতি

মেহেরপুরে ইসলামী দলগুলোর হরতাল ঢিলেঢালা ভাবে চলছে

By মেহেরপুর নিউজ

October 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ অক্টোবর: নির্দিষ্ট সময়ের মধ্যে লতিফ সিদ্দিকে গ্রেফতার না করার প্রতিবাদে ইসলামী সমমনা দলগুলোর ডাকা সকাল সন্ধ্যা হরতাল সারা দেশের ন্যায় মেহেরপুরেও পালিত হচ্ছে। তবে আন্ত: জেলা ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া তেমন কোনো প্রভাব পড়েনি এ জেলার কোথাও। স্যালো ইঞ্জিন চালিত নসিমস, ভটভটি, ব্যাটারি টালিত ইজি বাইক সহ ব্যাক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ব্যাংক বীমা সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো পিকেটিং’র খবর পাওয়া যায়নি। পক্ষে বিপক্ষে কোনো মিছিল সমাবেশও হয়নি।