মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বিসিবি’র সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লিগে মনিরুলের ঝড়ো ইনিং ও রফিকুলের বিধ্বংসী বোলিংএ মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত খেলায়মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল ২৬৯ রানে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে মনিরুল সর্বোচ্চ ১৬২ রান করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২৬ ওভার ১ বলে মাত্র ৮২ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের রফিকুল ৫ টি উইকেট লাভ করে।