মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ অক্টোবর: যথাযথ ধর্মী ভাবগাম্ভির্য ও উৎসবমুখর পরিবেশে মেহেরপুর ঈদ উল আযহার নামায অনুষ্ঠিত হয়েছে। নামায শেষে আল্লাহকে খুশি করার লক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের লোকজন কোরবানির কাজে ব্যস্ত হয়ে পড়েছে । চলছে পশু জবাই, মাংস প্রস্তুত আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি মাংস বিলানো সহ নানা আচার অনুষ্ঠান। এদিকে জেলার সবচেয়ে বড় পৌর ঈদগাহ ময়দানে প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায় এবং পুরাতন পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটের সময় ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামায়াতে ইমামতি করেন বড়বাজার মসজিদের ইমাম
মাওলানা আব্দুল হান্নান খান এবং পুরাতন পৌর ঈদগাহ ময়দানে জামায়াতের ইমামতি করেন জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম রোকনুজ্জামান। এছাড়াও সকাল ৭টায় শহীদ সামসুজ্জোহা পার্কে আহলে হাদিসে জামায়াত, সকাল সাড়ে ৮টায় কোর্ট ঈদগাহময়দান সহ জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পৌর মেয়র আলহাজ্জ্ব মোতাছিম বিল্লাহ মতুসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে শহরের পুরাতন ঈদগাহ ময়দানে মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মোঃ গোলাম রসুল সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এবং কবর জিয়ারত করা হয়। পরে মহান আল্লাহপাকের সন্তুষ্টি কামনায় গরু ও ছাগল কোরবানী দেওয়া হয়।