ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদ চত্বরে সকাল সাড়ে ৮ টায়

By মেহেরপুর নিউজ

August 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগস্ট: ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’ নজরুলের সেই আনন্দের শিহরণ জাগানিয়া কালজয়ী এ গান ধনী-গরিব, শিশু-কিশোর, তরুণ-যুবক প্রৌঢ়-বৃদ্ধ সবার মনেই যেনো আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের চাঁদ দেখা গেলেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনেকের মুখেই এ গানের সূর শোনা যাবে। রেডিও টেলিভিশনে বাজবে আনন্দের এ সুর-গান। ঈদ আনন্দে পিছিয়ে নেয় মেহেরপুরের ধর্মপ্রাণ মুসল্লীরা। চাতক পাখির মতন চেয়ে আছে চাঁদের দিকে। এদিকে ঈদের জামাত অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছেন, মেহেরপুরে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে;কোর্ট জামে মসজিদ চত্বরে সকাল সাড়ে ৮ টায়। ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে নতুন পৌর ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৯ টায়। তয় জামাত অনুষ্ঠিত হবে পুরাতন পৌর ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়। এছাড়াও সদর থানা চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় ।