বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে উই এর দুই দিনব্যাপী মেলা শুরু

By মেহেরপুর নিউজ

April 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর উইমেন এন্ড ইকমাস ট্রাস্ট (উই) এর উদ্যোগে দেশীয় কারুকার্য খচিত পন্যের দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর বড় বাজারের হাজী মহাসিন আলী রোডে মানবি বুটিক হাউজে  দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। উইমেন এন্ড ইকমাস ট্রাস্ট উই এর জেলা প্রতিনিধি ফারজানা জেসমিন,রাহাতুল নেসা, খালেছা আক্তার আশরাফিয়া আফরোজ, রেহানা মান্নান, এঞ্জেল মিলি, প্রত্যাশা পাল, আনজুম লাকি, তাসনিম, মাহফুজা খাতুন, সেলিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন